বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মানি লন্ডারিং মামলায় এস কে সুর কারাগারে

অনলাইন ডেস্ক

মানি লন্ডারিংয়ের অভিযোগে হলমার্ক কেলেঙ্কারির মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে গ্রেফতার দেখানো হয়েছে। সাত বছর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলাটি দায়ের করেছিল।

সোমবার (২৭ জানুয়ারি) তদন্ত সংস্থা সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর আগে, এদিন সকালে কারাগার থেকে এস কে সুরকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক ছায়েদুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, হলমার্ক কেলেঙ্কারি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় অর্থ কেলেঙ্কারি। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ জালিয়াতির এ ঘটনায় তখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন সিতাংশু কুমার সুর।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ