বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মানবাধিকার ও সাহিত্যের সমন্বয়ে নীলিমা আক্তার নীলা’র অপ্রতিরোধ্য উত্থান

নিজস্ব প্রতিবেদক চকরিয়া

পার্বত্য বান্দরবান জনপদের বিশিষ্ট কবি ও সাহসী মানবাধিকার নেত্রী নীলিমা আক্তার নীলা ২০১৭ সাল থেকে মানবাধিকার কাজে যোগ দেন এবং একের পর এক মানবতার ফেরিওয়ালা  হিসেবে সাহসিকতার সাথে সফলতার লড়াই করে বার বার প্রশংসিত হন তিনি। সম্প্রতি আহরণের তিন বছর বয়সের শিশুকে উদ্ধার, অন্যদিকে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রীকে উদ্ধার এবং শত শত পরিবারকে বিচারিক কাজে মিলিয়ে দেয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অত্র এলাকায় সুনামের সহিত অসংখ্য অবদান রেখেছেন। প্রতিপক্ষ নিন্দকেরা শত ষড়যন্ত্র করে ও তাকে থামাতে পারেনি কবি নীলিমা আক্তার নীলা বর্তমান মানবাধিকারের বিশেষ প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশের একজন মানবাধিকার নেত্রী হিসেবে খুব অল্প সময়ে নিজের জায়গাটি দখল করে পরিচিত লাভ করেন। তিনি একের পর এক স্বীকৃতি  প্রাপ্ত হয়ে শ্রেষ্ঠ মানবাধিকার পদক, জাতীয় মানবাধিকার পদকসহ অসংখ্য মানবাধিকার পদকে ভূষিত হন। বার বার এতো সফলতা কেন? প্রশ্নের উত্তরে নীলিমা আক্তার নীলা এ প্রতিবেদক বলেন, সততা, সাহসিকতা এবং পরিশ্রম এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে কখনো বিফল হবে না,এটি পরীক্ষিত। শুধু মানবাধিকার কাজে না লেখক হিসেবেেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন নীলিমা আক্তার নীলা । মানবতার দেয়াল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হয়ে কেমন লাগছে, নিজের অনুভূতি প্রকাশ করেন, নীলিমা আক্তার নীলা বলেন, এই পদটি আমার কাছে বিশাল বড় হয়ে গেছে,এমন বড় দায়িত্ব এখুনি আমি নিতে চাইনি। আমাকে এতোটা বিশ্বাস করে এতো বড় দায়িত্ব দেয়ার জন্য আমি বিশেষ  করে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক মার্টিন তৃষ্ণার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশিষ্ট কবি ও মানবাধিকার নেত্রী বার বার এগিয়ে যাক সফলতার পথে, নিয়ে আসুক বিজয়ের গল্প এমনই প্রত্যাশা থাকবে সবার।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ