শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মাদক মামলার সাজাপ্রাপ্ত তামজিদুল পেলিশ্যবাজারে আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপে তামজিদুল আলম ফরহাদ (৩৭) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মগধরা ইউনিয়নের পেলিশ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্দ্বীপ থানার এএসআই শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। তামজিদুল আলম ফরহাদ মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মান্নানের পুত্র।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে তামজিদুল পেলিশ্যবাজার এলাকায় অবস্থান করছে। এরপর পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০২১ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মামলা নং ৬(০১)২০১৭, ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ৯(ক)-এর আওতায় ১ বছরের সাজা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ