“মাদক ছেড়ে খেলা ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রাউজানে অনুষ্ঠিত হলো রাউজান উপজেলার ১০নং পূর্বগুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়ায় সৈয়দ আশরাফ আলী স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ। এতে এলাকার বিবাহিত ও অবিবাহিত দুটি দলে বিভক্ত হয়ে এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন। খেলায় অবিবাহিত দল টাইব্রেকারে বিবাহিত দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪নং বাগোয়ান ইউনিয়নের সংগঠক আরাফাত মামুন, সমাজসেবক রাজা মিঞা, মামুনুর রশীদ, মোহাম্মদ ফরিদ, আবদুর করিম, আনোয়ার হোসেন বাদশা, সাজ্জাদ হোসেন, প্রবাসী আনোয়ার হোসেন বালি এবং শওকত আলী।
খেলা পরিচালনা করেন জালাল উদ্দিন রুমি এবং সহকারী হিসেবে ছিলেন হারিছ মিঞা ও বিজন।
বিজয়ী দলকে অতিথিরা পুরস্কার তুলে দেন। এই ফুটবল খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ফুটবল ভক্ত উপস্থিত ছিলেন।