বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মাদকমুক্ত স্থান, ডিসি পার্কে ফুলের বাগানে নতুন দিশা

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখে সকাল ১১টায় চট্টগ্রামের সীতাকুণ্ড ডিসি পার্কের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সচিব ড. আব্দুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট পোর্ট লিং রোডে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, অতিরিক্ত সচিব খোরশেদ আলম, জয়নাল আবেদীন, উপ সচিব নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম গোলাম মোরশেদ, সার্বিক কামরুজ্জামান, জেলা মেজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, শিক্ষা বিভাগের মোঃ শরিফ উদ্দিন, রাজস্ব বিভাগের সাদিউর রহমান, ভূমি বিভাগের আবু রায় হান, জমিউল হিকমা, রাজিকুল ইসলাম, পাণ্না, আলাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সীতাকুণ্ড সহকারী ভূমি কমিশনার মামুনুর রশিদ প্রমুখ।

এছাড়াও মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে।

 

প্রধান অতিথি ড. আব্দুর রশিদ বলেন, “২০২২ সালের আগে এই স্থান ছিল মাদক কারবারীদের আস্তানা, সন্ত্রাসী, চিন্তাশীল কারী, ডাকাত এবং মাদক সেবনকারী ও প্রচারকারীদের জায়গা। তবে তৎকালীন ডিসি ফকরুদ্দীন সেই অবৈধ আস্তানাকে গুড়িয়ে দিয়ে ফুলের সুবাস ছড়িয়ে দিয়েছেন। ডিসি পার্ক তার একটি প্রমাণ। চট্টগ্রামের মধ্যে এটি একটি অন্যতম পর্যটন স্থান, যা ৩৩৬ হাজার প্রজাতির ফুলে সজ্জিত বাগান রেকর্ড করেছে এবং এটি তৃতীয় বারের মতো শুভ উদ্বোধন করা হলো।”

প্রবেশ টিকেটের মূল্য ৫০ টাকা এবং ২০২৪ সালে ১২ লাখ লোক এই পার্ক পরিদর্শন করেছেন। ২০২৫ সালে ১২ থেকে ১৫ লাখ লোকের আগমন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

৪ জানুয়ারি ২০২৫, বেলা ১২টা, সীতাকুণ্ড ডিসি পার্কের চতুরপাশে পরিদর্শন করেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরছালিম ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় লায়ন আসলাম চৌধুরী বলেন, “এটি একটি ভাল উদ্যোগ। যখন মাদকদ্রব্যের আস্তানা ফুলের বাগানে পরিণত হয়, তখন মানুষের রুচি পরিবর্তন হবে। এই উদ্যোগ থেকে মানুষ শিক্ষা নেবে। শিক্ষার্থীদের ফুলের সাথে তুলনা করা হয়, যেমন শিশুরা নিস্পাপ ফুলের মতো। আমাদের লক্ষ্য হলো তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যাতে ফুলের মতো তারা টেকসই হয়, নষ্ট না হয়।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ