বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মাটিরাঙা তাইন্দং ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ ১কর্মী নিহত ও ১ মহিলা আহত ।

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) দলের সুবি ত্রিপুরা নামে এক সদস্য নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বোন তারাবতী ত্রিপুরা নামে আরেকজন মহিলা আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর ৬টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে ইউপিডিএফের মুখপাত্র নিরন চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এছাড়া ইউপিডিএফ (মূল) জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের উপর অতর্কিত হামলা চালালে সুবি ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যান। তিনি এ ঘটনার জন্য সন্তু লারমার জেএসএসকে দায়ী করেছেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে ইতোমধ্যে অবগত হয়েছি। ঘটনাটি দুর্গম এলাকায় ঘটেছে। পুলিশ ইতোমধ্যে তদন্তের জন্য গেছে, তদন্তের পর আইনি প্রক্রিয়ার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ