মাগুরার শিশু আছিয়া সহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় এনাম নাহার মোড়ে নিজেরা করি সন্দ্বীপ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ, ভূমিহীন সমিতি, কিশোর-কিশোরী ক্লাব, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব, সন্দ্বীপ অধিকার আন্দোলন ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভূমিহীন সমিতি ও কমিউনিটি ফোরামের বিশিষ্ট নারী নেত্রী সুনীতি রানী দাশ। সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপির সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, নিজেরা করি অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আক্তার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আমীন, সন্দ্বীপ নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে, কিন্তু অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তারা আরও সাহস পাচ্ছে। দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। নারী নির্যাতন রোধে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি এবং শিশু ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।