বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মাইজভান্ডার দরবারে প্রশাসনিক সমন্বয় সভা সম্পন্ন

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

মাইজভান্ডার দরবার শরীফে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারিয়ার ব্যবস্থাপনায় সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারির ৮৮তম বার্ষিক খোশরোজ শরীফ উপলক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁইয়া, এডভোকেট নুসরত আলম বাবর, নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম প্রমুখ।

সভায় খোশরোজ শরীফে আগত ভক্ত আশেকানদের নিরাপত্তা জোরদার, যাতায়াত সুবিধা, চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ