শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির উদ্যোগে পবিত্র রওজা শরীফে পুষ্পস্তবক অর্পণ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

মহান ২৫শে মাঘ ১৪৩১ বাংলা, ০৮ই ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি, শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরে ইমামুল আউলিয়া হুজুর গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ)-এর পবিত্র ওরশ শরীফ ও খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ), বানিয়ে জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অলিয়ে কামেল মুশকিল কোশা আল্লামা শাহসুফি আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভান্ডারী (কঃ)-এর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ সুন্দরপুর শাখার পক্ষ থেকে পবিত্র রওজা শরীফে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ মাহফিলটি মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ সুন্দরপুর শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি মুহাম্মদ ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ সুন্দরপুর শাখার সভাপতি মুহাম্মদ শফিউল আলম।

রওজা মোবারক প্রাঙ্গণে মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মাইজভান্ডারী তরিকার পূর্ণাঙ্গ প্রচার ও প্রসারের ইতিহাসে খলিফায়ে ইজামের ভূমিকা অপরিসীম, বিশেষ করে খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ) হযরত মাওলানা শাহসুফি আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভান্ডারী (কঃ)-এর জীবনে হযরত গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ)-এর দয়ার পরশের মধ্যে মওলায়ে রহমান বাবাভান্ডারী (কঃ)-এর পবিত্র কদমে উৎসর্গ করে মাইজভান্ডারী তরিকার প্রচার ও প্রসারে আজীবন খেদমত করে গেছেন।

এতে সময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ সুন্দরপুর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম বাদশা, আনোয়ার, কামাল, রুহুল আমিন, নেজাম উদ্দিন, শফি, সুমন, সাংবাদিক মো. নেজাম উদ্দিন, মানবাধিকার কর্মী আলী আকবর, মানবাধিকার কর্মী আবুল হাশেমসহ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ সুন্দরপুর শাখার সকল পদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ