বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মহান শহীদ দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের দোয়া মাহফিল

মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি, শুক্রবার জুমার নামাজের পর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলার কর্মকর্তা মাওলানা মোহাম্মদ মুরাদ হাসান, মাওলানা আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিন আল কাদেরী।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং বাংলা ভাষার গৌরবময় ইতিহাস স্মরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ