চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হযরত শামসের আউলিয়া প্রকাশ শ্যাম আউলিয়া জামে মসজিদের মোতাওয়াল্লী মাওলানা খোরশেদ আলম রেজভী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
আজ ১৮ ডিসেম্বর (বুধবার) বিকেলে দোহাজারীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাওলানা খোরশেদ আলম রেজভী।
তিনি বলেন, “ওরকেন এস্টেটের মসজিদ দখল এবং সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘ ১৭ বছর ধরে একটি চিহ্নিত দুর্বৃত্তচক্র আমার পরিবারের ওপর বারবার সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা এবং হয়রানি করে আসছে।”
তিনি আরও বলেন, “১৯৬৬ সালে আমার পিতা মরহুম আলহাজ আফরুল মিয়া সওদাগর তার পিতা মরহুম এহছান আলীর ওয়াকফকৃত ১২ শতক জমি থেকে সম্পূর্ণ দখল বুঝে নিয়ে নিজের একক অর্থায়নে ‘হযরত শামসের আউলিয়া প্রকাশ শ্যাম আউলিয়া (রহ.)’-এর নামে জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন। ওয়াকফ আইন অনুযায়ী দলিলে উল্লেখিত ওয়ারিসগণ মসজিদ পরিচালনা করতে পারেন। তবে একটি চক্র কমিটি গঠনের নামে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আয়ুব আলী, আহমদ হোসেন, মোহাম্মদ সিরাজ, আলহাজ্ব আবদুর রহমান, মাহমুদ খোরশেদ, ফেরদৌস মিয়া, মোজাম্মেল হোসেন এবং মোহাম্মদ দিদার প্রমুখ।