আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “মরহুম আনোয়ারুল ইসলাম স্মৃতি জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার জসিম উদ্দীনের অর্থায়নে এই মসজিদ নির্মিত হচ্ছে।
এ-উপলক্ষ্যে সোমবার (০২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে ডা. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতে ইসলামির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাহ্, বাইতুলমাল সম্পাদক মাস্টার মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জকু উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নঈম উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।