বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ভূজপুরে আনসার ভিডিপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফটিকছড়ি উপজেলার ব্যবস্থাপনায় অস্ত্রবিহীন গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৪-২০২৫ অর্থ বছরের ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন পূর্ব ভূজপুর গ্রামে আজ ১৯-০১-২০২৫ ইংরেজি রবিবার ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের হল রুমে ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ আবদুল আজিজ এর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সম্মানিত উদ্বোধক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে বীরত্বের সাথে নিরলস ও অগ্রভাগে ভূমিকা রেখেছিল এই আনসার বাহিনী, তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে সুনামের সাথে কাজ করে যাচ্ছে এই বাংলাদেশ আনসার ভিডিপির সদস্যরা। এতে সম্মানিত অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মোঃ আবদুল হামিদ। এই সময় এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান, ভূজপুর ইউনিয়ন আনসার কমান্ডার মুহাম্মদ মাসুদুল ইসলাম, ভূজপুর ইউনিয়ন দলনেত্রী আয়েশা বেগম, ভূজপুর ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার মোঃ ইদ্রিস রায়হান, সহ অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী বৃন্দ প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ