শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ভারত সরকার শেখ হাসিনার ভারতীয় ভূখণ্ডে রাজনৈতিক কার্যক্রম সমর্থন করেনি, জানিয়েছে পররাষ্ট্র সচিব

অনলাইন ডেস্ক

সম্প্রতি বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মাঝেই দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নেতৃত্ব দেন। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব সংসদ সদস্যদের ব্রিফ করেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টি তুলে ধরেন।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর বরাতে জানা যায়, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বুধবার (১১ ডিসেম্বর) সংসদীয় স্থায়ী কমিটিতে জানান, শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার বিষয়ে নরেন্দ্র মোদি সরকার সমর্থন জানায় না। তিনি আরও বলেন, এটি দুই দেশের সম্পর্কের জন্য একটি ক্ষুদ্র প্রতিবন্ধক। বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন এবং ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি যাতে তিনি ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেন।

ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক গঠিত।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ