লেলাং ইউনিয়নের বাণিজ্যিক প্রাণকেন্দ্র শাহনগর ইসলামিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সভা শনিবার রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাজারের প্রবীণ ব্যবসায়ী ও সাবেক আহ্বায়ক মোহাম্মদ হারুন। সাধারণ সম্পাদক মোস্তফা কামরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি জাবেদ হোসেন এরশাদ, সিনিয়র সহ-সভাপতি ডা. আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি ডা. সুজন, কার্যকরী সদস্য ডা. মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রকি, সহ-অর্থ সম্পাদক ডা. রাজু, সহ-ধর্মীয় সম্পাদক ডা. ইকবাল এবং ক্রীড়া সম্পাদক এইচ. এম. বাপ্পী।
সভায় সর্বসম্মতিক্রমে বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং বাজার পরিচালনায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন নতুন কমিটির নেতৃবৃন্দ।