রবিবার, ৩১ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

বোয়ালখালী পৌর সদরে চোখের পলকে মাছসহ থলে উধাও

বিকাশ নাথ, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে চোখের পলকে এক মহিলার মাছসহ থলে নিয়ে চম্পট দিয়েছে চোর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে পৌর সদরের মসজিদ মার্কেটের নিচতলার একটি দোকানের সামনে এ ঘটনা ঘটেছে।

ওই মহিলা জানান, বাজার থেকে তিনি মাছ কিনে তা কাটিয়ে পলিথিনের থলে ভরে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে বাচ্চার টাইফয়েড টিকার নিবন্ধন করতে “মোবাইল পয়েন্ট” নামের একটি কম্পিউটারের দোকানে যান। থলেটি দোকানের বাইরে রেখে ছিলেন। নিবন্ধনের কাজ শেষে বের হয়ে দেখেন থলেটি নেই।

মোবাইল পয়েন্টের দোকান কর্মচারী আবদুস সাত্তার বলেন, দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভদ্রমহিলার বাজারের থলেটি চোখের পলকে এক লোক নিয়ে যায়। তার গায়ে চেক শার্ট ও পরনে লুঙ্গি ছিল।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ