মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা

বিকাশ নাথ, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নিবন্ধন ছাড়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা ও এক পল্লী চিকিৎসকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কানুনগোপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জিএস স্টোরের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী ও মাস্টার মেডিকোর স্বত্বাধিকারী রয়েল চৌধুরীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অপরদিকে, নিবন্ধন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা নেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ