বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

বোয়ালখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিকাশ নাথ, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে আগামী ৫ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় পূর্ব কালুরঘাট চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শুভযাত্রার সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ মোস্তাক আহমদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম, দুলা মিয়া মেম্বার, আবুল মনসুর, মোঃ ফয়সাল, উপজেলা বিএনপি’র মফিজুর রহমান, দিদার আলম, মুহাম্মদ ইউনুস, পৌরসভা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোঃ হাসান, সোলায়মান, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোঃ হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, উপজেলা ছাত্রদল নেতা আরাফাত চৌধুরীসহ অসংখ্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ