“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ।
তিনি বলেন, “গ্রামীণ জনপদে শতভাগ পরিবেশবান্ধব ও সময় সাশ্রয়ী বায়োগ্যাস স্থাপনের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো—বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে রান্না ও বিদ্যুৎ উৎপাদনের জন্য নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা উন্মোচন এবং ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে গ্রামীণ যুবদের কর্মসংস্থানের সুযোগ বিস্তার করা।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা, পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণের মাধ্যমে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক (ইমপ্যাক্ট) শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন করে মাঠ পর্যায়ে জনগণ এর সুফল ভোগ করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস. এম. মোদ্দাচ্ছের, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও মাদুল বড়ুয়া। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।