বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা)য়
বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাঈম হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডাঃ রুমন তালুকদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক মণ্ডলী, মৎস্যজীবীসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদের গুরুত্ব, সংরক্ষণ ও টেকসই আহরণের উপর গুরুত্বারোপ করেন। তারা দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।