মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে রাঙ্গুনিয়ায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু করে কাপ্তাই সড়কের ইছাখালী সদর পর্যন্ত প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক রিদোয়ান কাদের, ছাত্র প্রতিনিধি জিয়াউর রহমান, আসলাম হোসেন আসাদ, ইকবাল মাহমুদ, ছাদেক হোসেনসহ বিভিন্ন স্তরের ছাত্রনেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষককে অতিদ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, ৪৮ ঘণ্টার মধ্যে ডাক্তারি রিপোর্ট এবং ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ