শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বেগম রোকেয়ার চেতনা ছড়িয়ে দিতে ধারাবাহিক পুরস্কার প্রস্তাব

অনলাইন ডেস্ক

নারী জাগরণের অগ্রদূত এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়ার চেতনা ছড়িয়ে দিতে ‘সুলতানার স্বপ্ন ২০২৪, ২০২৫…’ নামে একটি ধারাবাহিক পুরস্কার চালুর প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কুসংস্কারমুক্ত সুন্দর সমাজ গড়ার জন্য যিনি সবচেয়ে ভালো ধারণা দেবেন, তাকে এই পুরস্কারে ভূষিত করা হবে।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বেগম রোকেয়া দিবস’ এবং ‘বেগম রোকেয়া পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।

অধ্যাপক ইউনূস বলেন, “বেগম রোকেয়া যে স্বপ্ন দেখেছিলেন, ‘সুলতানার স্বপ্ন’ সিরিজ সেই স্বপ্নকে ধরে রাখবে। প্রতিবছর এই দিনে একটি পুরস্কার দেওয়া হবে—যার চিন্তা সবার চেয়ে সেরা।”

তিনি আরও বলেন, এই সিরিজ পুরস্কারের মাধ্যমে সারা দেশে প্রতিযোগিতা সৃষ্টি হবে। “এবার সুলতানার স্বপ্ন ২০২৪ কে পাবে, কী চিন্তা এসেছে? এরকম কল্পনা করার উৎসাহ তৈরি হবে মানুষের মধ্যে,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ