‘গণতন্ত্রের মা’, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম চন্দনাইশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদে মাগরিবের পরে সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন এর সৌজন্যে মক্কা পেট্রোল পাম্পের পশ্চিম পাশে তার নিজস্ব কার্যালয়ে বিএনপি নেতা সুলতান আহমদ (সও) সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। পৌরসভা ছাত্রনেতা মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম, স্বেচ্ছাসেবক দলনেতা এয়াকুবনবী সুমন, বিএনপি নেতা বদিউল আলম, যুবদল নেতা ফারুক, বিএনপি নেতা ওমর ফারুক, ছাত্রদল নেতা মো. ইব্রাহিম, যুবদল নেতা সৈকত, আমিনুল ইসলাম, আবছার, ইব্রাহিম, শামসুল ইসলাম, আবদুল করিম, ফারুক, হাবিব, মোরশেদ, মুন্সি মিয়া, জাকের, আরিফ, সওয়ার কামাল প্রমুখ।
দোয়া মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত ও মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদগণ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দানকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোসহ দলের সকল প্রয়াত নেতা–কর্মীর রুহের মাগফিরাতের জন্যও দোয়া করা হয়।