বুধবার, ২১ মে ২০২৫
spot_img
শিরোনাম

বিমানবন্দর থেকে আটক নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক

নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
জানা গেছে, তিনি থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপয়েন্টে তাকে থামানো হয় এবং এরপর তাকে ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে নেওয়া হয়।

এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলার অভিযোগ রয়েছে। মামলার বিষয়ে জানা যায়, দেশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থান নিয়ে দায়েরকৃত মামলায় ফারিয়ার নাম রয়েছে।

শুধু নুসরাত ফারিয়া নন, এই একই মামলায় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, এবং অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলাটি দায়ের করেন এনামুল হক নামের একজন ব্যক্তি। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার সরকারে সংশ্লিষ্ট ২৮৩ জন ব্যক্তির পক্ষ অবলম্বন করে অভিযুক্তরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেন এবং এতে সহায়তা দেন।

মামলায় উল্লেখ করা হয়, নুসরাত ফারিয়া ও অন্যান্য অভিযুক্তরা সরকারপন্থী অবস্থান নিয়ে আন্দোলন দমন ও সহিংসতার পেছনে সক্রিয় ভূমিকা রেখেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ