শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বিদেশি মদসহ আনোয়ারায় একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

আনোয়ারায় পিকআপে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) ভোরে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় মদ পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক খাগড়াছড়ির মাটিরাংগা থানার কামাল উদ্দিনের পুত্র আমির হোসেন (২৮)।
উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশের একটি দল বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে মদসহ চালককে গ্রেপ্তার করে। গাড়ি ও মদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ