স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিলেন এবং এখনও আছেন।
তিনি আরও বলেন, গত ২ সেপ্টেম্বর প্রথমবার এবং ৪ নভেম্বর বিজিবি সদরদপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার তিনি এই দাবির বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন। এছাড়া, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে তিনি এই হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি করছেন।
উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। তবে, কমিটির সদস্য সংখ্যা এখনও নির্ধারণ হয়নি, তবে এটি ৫, ৭ বা ৯ জন হতে পারে, এবং সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা কিছুটা বেশি থাকবে।
তদন্ত কমিটি কি আদালত দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা সম্পর্কে তিনি বলেন, কমিটির কাজের পরিধি নির্ধারণের পর সময়সীমা জানানো হবে। তিনি আরও জানান, আইনি পরামর্শের জন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে বসার পরিকল্পনা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ড. নাসিম আহমেদসহ অন্যান্য সাংবাদিকরা।