বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বিএনপি নেতা ফিরোজ খানের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আদালতে সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনার জন্য আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ আবেদনটি করেন। আদালত আবেদনটি মঞ্জুর করলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে।

গত ৩ ডিসেম্বর একই আদালত চিন্ময়ের জামিন শুনানির দিন আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছিল। ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হওয়ার পর পরদিন তাকে কারাগারে পাঠায় আদালত।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ