চট্টগ্রামের সাতকানিয়ায় বালু উত্তোলন ও পরিবহন নিয়ে বালু ব্যবসায়ী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বহনা মুড়া এলাকায় এ সংঘর্ষে অন্তত ৬ জন আহত হন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানায়, এলাকাবাসী বালু ব্যবসায়ীদের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং পরে তাতে আগুন দেয়।
আহতদের মধ্যে রিদুয়ান নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বহিরাগত কিছু ব্যক্তি উখিয়ার ছড়া থেকে বালু তুলে প্রতিদিন ট্রাক এবং মিনি ট্রাকে তা অন্যত্র পরিবহন করছিল। এই বালু পরিবহনের কারণে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী বাধা দিলে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে রয়েছেন বহনা মুড়া গ্রামের মোহাম্মদ শহীদ (২৩), রিদুয়ান (২৫), সাইফুদ্দিন (৩৫), নুরুন্নবী (৪৫) এবং আরও দু’জন, যাদের নাম এখনো জানা যায়নি।
মাওলানা ছগির শাহ (র.) পাড়ার স্থানীয় যুবক আব্দুর রহমান, সা’দ বিন নোমান, ওয়াহিদুর রহমান, শরফুদ্দিনসহ আরও অনেকে অভিযোগ করেন যে, বহিরাগতরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে চলেছে। এতে প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রামের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
তাঁরা বলেন, “আমরা সাতকানিয়া থানা পুলিশ ও ভূমি অফিসকে জানিয়েছি, কিন্তু তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। অভিযানের নামে নামমাত্র কাজ করলেও পরে আবার আগের মতো কার্যক্রম চলতে থাকে। এতে প্রশাসনের কিছু দালাল আর্থিক সুবিধা নিয়ে এসব কার্যক্রম চালাতে সহায়তা করছে।”
সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে কিছু স্থানীয় ব্যক্তি জানান, থানার ওসি মোস্তফা কামাল খান তাদের ডাকে সাড়া দেন এবং তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠান। এতে তারা কিছুটা নিরাপত্তার স্বস্তি পাচ্ছেন।
তবে স্থানীয়রা আরও উল্লেখ করেন, “স্বৈরাচার বিদায় হওয়ার পর আমরা ভেবেছিলাম শান্তি পাব, কিন্তু এখন দেখছি স্থানীয় দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।”