বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪৯

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে রুমা ও থানচি ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৮ নারীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৮ এপ্রিল) বিকেলে উপজেলার বেথেল পাড়া থেকে তাদের আটক করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ৪৯ জনকে রুমা সদর থেকে বাসে করে পুলিশের কড়া পাহাড়ায় বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার আটকদের আদালতে পঠানো হবে। এর আগে সোমবার বিকেলে বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্যকে আটক করা হয়।

এ সময় সাতটি দেশী বন্ধুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং ব্যবহৃত একট ল্যাপটপ জব্দ করা হয়। এদিকে কেএনএফের তা-বের ঘটনায় বান্দরবান জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। অন্যদিকে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় বান্দরবান জেলা সদরে সোনানী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহকের ভিড় বেড়েছে। এতে বেড়েছে ভোগান্তিও।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক লুট এবং আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত আটটি মামলা করা হয়েছে। তারমধ্যে রুমায় চারটি ও থানচিতে চারটি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ