চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ৬ জানুয়ারি বিকেল ৫টায় কৃষক দলের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাড়বকুণ্ড ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কৃষক দল। প্রধান বক্তা ছিলেন বদিউল আলম বদরুল, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক, কৃষক দল।
সভায় আরও বক্তব্য রাখেন আনোয়ার হোসেন উজ্জ্বল (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দল), আবুল কালাম আজাদ (বিএনপির সভাপতি, বাড়বকুণ্ড ইউনিয়ন), আরঙ্গজেব মোস্তফা (চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক), কাজী সেলিম উদ্দিন (ছাত্রদল সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক), সালামত উল্লাহ সালাম (সভাপতি, বাঁশবাড়িয়া ইউনিয়ন), জাহেদ হোসেন (সাবেক সাধারণ সম্পাদক, সলিমপুর), মহিউদ্দিন (সভাপতি, কৃষক দল সীতাকুণ্ড উপজেলা), এবং বেলাল উদ্দিন (সাধারণ সম্পাদক, কৃষক দল সীতাকুণ্ড উপজেলা)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ৩২ দফা লক্ষ্য বাস্তবায়নে কৃষক দলের নেতা-কর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কৃষকরা সর্বপ্রথম কোনো অগ্রাধিকার পেলে তা পাবেন। কৃষি উন্নয়নের জন্য আধুনিক কৃষিবিদ ও কৃষি সম্প্রসারণ ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে।”