শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি চট্টগ্রাম নব পন্ডিত বিহারে শুক্রবার সংগঠনের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যাংকার বনরুপ বড়ুয়া অমি, প্রধান অতিথি ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও নব পন্ডিত বিহারের অধ্যক্ষ ড. উপানন্দ মহাথের মহোদয়, , বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা বাবু কৃষাণু বড়ুয়া, সঞ্চালনায় ছিলেন মহাপরিচালক বাবু সুষেন বড়ুয়া ছোটন।

২০২৪ -২০২৭ সালের কার্যকরী কমিটিতে যারা নবনির্বাচিত হলেন – প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান- ব্যাংকার বনরূপ বড়ুয়া অমি,
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাবু কৃষাণু বড়ুয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাবু সুজিত বড়ুয়া (কোরিয়া), ভাইস প্রেসিডেন্ট বাবু সুষেন বড়ুয়া ছোটন, মহাসচিব বাবু রূপক বড়ুয়া, যুগ্ম মহাসচিব বাবু জয় চৌধুরী, সহ যুগ্ম মহাসচিব বাবু বিপ্লব বড়ুয়া, অর্থ সচিব মিসেস মৃত্তিকা বড়ুয়া, সহ অর্থ সচিব মিসেস পলি বড়ুয়া, সাংগঠনিক সচিব সনজয় বড়ুয়া, সহ সাংগঠনিক সচিব দীপন বড়ুয়া তম, সাংস্কৃতিক সচিব শিমুল বড়ুয়া, সহ সাংস্কৃতিক সচিব সোহাগ বড়ুয়া, মহিলা বিষয়ক সচিব মিসেস উর্মিলা বড়ুয়া, সহ মহিলা বিষয়ক সচিব মিসেস নিশিতা বড়ুয়া, প্রচার সচিব সাজু বড়ুয়া,সহ প্রচার সচিব চয়ন বড়ুয়া,আইন বিষয়ক সচিব দোলন বড়ুয়া, তথ্য ও যোগাযোগ সচিব মিশু বড়ুয়া, সেবা ও সমাজকল্যাণ সচিব মিসেস পূরবী বড়ুয়া, সহ সেবা ও সমাজকল্যাণ সচিব দিলীপ বড়ুয়া, আন্তর্জাতিক সচিব অপি বড়ুয়া (কোরিয়া), সহ আন্তর্জাতিক সচিব, মুখেশ বড়ুয়া (মালেয়শিয়া), ধর্মীয় সচিব ভদন্ত রতনানন্দ থেরো, সহ ধর্মীয় সচিব মিসেস আঁখি বড়ুয়া,ক্রীড়া ও সাহিত্য সচিব মিশন বড়ুয়া, সহ ক্রীড়া ও সাহিত্য সচিব বিপ্লব বড়ুয়া (ব্যবসায়ী), শিক্ষা ব্যবস্থাপক সচিব জুরিক্ক লাল (তনঞ্চ্যা), সহ শিক্ষা ব্যবস্থাপক সচিব জুয়েল বড়ুয়া, দপ্তর সচিব প্রান্ত বড়ুয়া, সহ দপ্তর সচিব মি. টিপন বড়য়া, কার্যকরী নির্বাহী সদস্যবৃন্দ প্রকৌ. বাপ্পা বড়ুয়া, মিসেস রোজী বড়ুয়া, মিসেস জয়ন্তী বড়ুয়া, মিসেস পলি বড়ুয়া, প্রবাল বড়ুয়া, মিসেস বিন্তী বড়ুয়া, মিসেস সীমা বড়ুয়া, মিসেস স্বর্ণালী বড়ুয়া, মিসেস অন্বেষা বড়ুয়া কল্যাণ বড়ুয়া, জিতু বড়ুয়া, হিমেল বড়ুয়া, অমিত বড়ুয়া, সুবল বড়ুয়া, পুলক বড়ুয়া, মিসেস সৃষ্টি বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, সুরক্ষিত বড়ুয়া, মিসেস রুমকি বড়ুয়া, তপু বড়ুয়া প্রমূখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ