বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বাংলাদেশ লেডিস ক্লাবের উদ্যোগে আমিরাতে বর্ষবরণ উৎসব

মোঃ ওসমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।

ব্যস্ত প্রবাস জীবনে আনন্দ-বিনোদনের কল্পনাও করা যায় না। তারপরেও নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রবাসীরা নানা অনুষ্ঠান আয়োজন করেন। তেমনিভাবে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুবাই মুশরিফ পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। আমিরাতে বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানা রকম পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতি যেন পরিণত হয় বাংলাদেশী এক ব্যতিক্রমী মিলনমেলা। এতে নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদের। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল ছোট ছেলে-মেয়েদের নানা রকম খেলাধুলা, আইস ডান্স, নৃত্য, কবিতা আবৃত্তি, বসন্ত সাজ প্রতিযোগিতা, মহিলাদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধুলা।
দুপুরে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন ছিল দেখার মতো।
লেডিস ক্লাব ইউএই’র ফাউন্ডার লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ। আয়োজকরা ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহ-সভাপতি সাদিয়া আফছার, সহ-সভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কোঅর্ডিনেটর শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার ইশিকা পারভিন, টিম লিডার ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ