বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ আহত-৪

নিজস্ব প্রতিবেদক,বাঁশখালী, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় রবি কোম্পানির এসআরসহ ৪ জন আহত হয়েছে।

৬ এপ্রিল (শনিবার) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার কালীপুর ইউপির কোকদন্ডী গুনাগরি উচ্চ বিদ্যালয় সড়কের পূর্ব পাশে প্রফেসর আসহাব উদ্দিন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১১ টার দিকে মোশাররফ আলী মিয়া বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে গুনাগরী খাসমহলে আসার পথে কোকদন্ডী গুনাগরি উচ্চ বিদ্যালয় সড়কের সামনে পৌঁছার সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পিলারের সাথে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়।

এতে সিএনজিতে থাকা দুই নারীসহ ৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গুনাগরীস্থ আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

আহতরা হলেন- কালীপুর ইউনিয়ন ভোলা পাল (৪০), খানখানাবাদ ইউপি ডোংরা এলাকায় মুরশিদা (৩৫), একই ইউপির রায়ছটা এলাকায় হুমাইরা (১৬), বাহারচড়া ইউনিয়ন ইলশা গ্রামের রবি কোম্পানি এসআর শাহাজাহান (২৫)। আহতদের মধ্যে রবি কোম্পানি এস.আর শাহাজাহানের অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ