বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বাঁশখালীতে শীতবস্ত্র বিতরণ: শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে নিম্নআয়ের ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

১০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুনছরিয়া বাজার, টাইম বাজার, শিকদারের দোকান, চাম্বলবাজার, শেখেরখীল রাস্তার মাথা, নাপোড়া বাজার, পুইছড়ি বাজার এবং প্রেমবাজারের বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিন জানান, “কনকনে শীতের মধ্যে শীতার্ত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।”

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ