বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বাঁশখালীতে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ গ্রেফতার ৩

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলোঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার ৫ নং ওয়ার্ড হাছান দন্ডী, কাজী পাড়া এলাকার চৌধুরী বাড়ির জামাল আহমদের পুত্র শোয়েব হোসেন (৩০), ফেনী জেলার দাগন থানাধীন দাগন ভূইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাদশা মিয়া গ্রামের মুন্সি বাড়ি, (বর্তমানে চট্টগ্রাম সিএমপি চকবাজার ভিলি রোড় ১১১/১২ চান মিয়া মুন্সি ইসহাক বিল্ডিং এর আমিন উল্লাহর পুত্র হেদায়েত উল্লাহ (৩৬) এবং গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানাধীন মধ্য আনালেরতারিখ ৯ নং ওয়ার্ড হাফিজ বাড়ির জয়নাল আবেদীনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৭)। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ৫২৫ বোতল বিদেশি মদ ও ১২০ বোতল বিদেশি বিয়ার উদ্ধার এবং মাদকবহনে ব্যবহৃত ১টি মাইকবাস জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই জসিম উদ্দিন ও এসআই সাইফুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মনকিরচর গ্রামের গুইন্নাগো বাড়ি এলাকার উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে গ্রেফতার ও মদ-বিয়ার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, আসামীরা অবৈধপথে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ওইসব মদ ও বিয়ার গণ্ডামারা এসএস পাওয়ার প্ল্যান জেটিঘাটে নিয়ে আসে। সেখানে থেকে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল বলে আসামীরা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ও উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এসংক্রান্তে মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ