বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত আহ্বায়ক কমিটিতে লিয়াকত আলীকে পুনরায় যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির একাংশের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার আলাওল কলেজ গেইট থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা সদর হয়ে বাঁশখালী থানা গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
লিয়াকত আলী ও তার অনুসারীরা বিগত সময়ে সরকারবিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় মিথ্যা মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।
গত ২ ফেব্রুয়ারি ২০২৫ সালে বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে লিয়াকত আলীকে পুনরায় যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বাঁশখালী বিএনপি প্রস্তুত।
বাঁশখালী বিএনপি ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়তে কাজ করবে।
উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মী
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা