রবিবার, ৩১ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

বাঁশখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রাম।

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিনের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আসহাব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, আনসার ভিডিপির উপজেলা কমান্ডার মোঃ হারুন অর রশিদ, বিআরডিবি অফিসার এনামুল করিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেরিন ফিশারিজ অফিসার সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।
উপজেলা পরিষদে জাতীয় মৎস্য সপ্তাহ র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে তিনজন সফল মৎস্য চাষীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যথাক্রমে—

পাঙ্গাস মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা সনদ গ্রহণ করেছেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আসহাব উদ্দিন।

তেলাপিয়া মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা সনদ গ্রহণ করেছেন কালীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইরাজ উদ্দিন।

কার্প জাতীয় মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা সনদ গ্রহণ করেছেন পূর্ব চাম্বলের নুর মোহাম্মদ খান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ