চট্টগ্রামের বাঁশখালীতে চোরাই সিএনজিসহ জামাই কাশেম নামে এক আসামি এবং নাশকতা মামলার আসামি ইউপি সদস্য শওকত আলীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার এক আসামি এবং পৃথক অভিযানে চোরাই সিএনজিসহ জামাই কাশেমকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
উপজেলার সাধনপুর ইউনিয়নের পশ্চিম সাধনপুর ৭নং ওয়ার্ডের সফর আলী মুন্সির বাড়ির মৃত আন্নর আলীর পুত্র নাশকতা মামলার আসামি ইউপি সদস্য মোঃ শওকত আলী (৫৭),
এবং একই উপজেলার কাথরিয়া ইউনিয়নের পশ্চিম কাথরিয়া ৫নং ওয়ার্ডের নুরুল আলমের পুত্র মোঃ আবুল কাশেম ওরফে জামাই কাশেম (৫২), যাকে একটি চোরাই সিএনজিসহ গ্রেফতার করা হয়।
আসামি জামাই কাশেমের হেফাজত থেকে উদ্ধার করা সিএনজিটি কাথরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড চুনতি বাজারস্থ আজিজ আহমদের বসতঘর হতে চুরি হওয়া বলে জানিয়েছে থানা পুলিশের সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
গ্রেফতার ও চোরাই সিএনজি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে জামাই কাশেমের হেফাজত থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং অপরজন নাশকতা মামলার আসামি। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।