চট্টগ্রামের বাঁশখালী আহমদীয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে এবং চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী সুন্নী সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় অনুষ্ঠিত এ সম্মেলন গত শুক্রবার ও শনিবার আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন প্রখ্যাত বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী। এসময় আরও বক্তব্য দেন বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর কাদের চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক দেলোয়ার আজিম, এডভোকেট মুফিজুর রহমান, এডভোকেট মিজানুর রহমান, হামিদুল ইসলাম এবং আবু তাহের।
আয়োজক কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা সম্মেলনে উপস্থিত ছিলেন।