বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন: ভোটের উত্তেজনায় নবনির্বাচিত কমিটি

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫ সেশনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট অসীমা দেবী।

সোমবার (২০ জানুয়ারি) বাঁশখালী আদালত ভবনের হলরুমে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আবছার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মো. মহিউদ্দিন চৌধুরী এবং এডভোকেট তাপস কান্তি সুশীল। ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এই নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে এডভোকেট মো. বোরহান উদ্দিন মাতব্বর (নুরী) ৫১ ভোট পেয়ে জয়ী হন এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট অসীমা দেবী ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাকিবুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে এডভোকেট আক্কাস উদ্দিন, দপ্তর সম্পাদক পদে এডভোকেট মিজানুর রহমান এবং সদস্য পদে এডভোকেট সাজ্জাদ হোসেন তালুকদার, এডভোকেট এইচ এম হেলাল উদ্দিন, এডভোকেট সাইফুদ্দিন এবং এডভোকেট সুমী ধর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ