বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বহিঃনোঙ্গরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বহিঃনোঙ্গর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। তারা কুখ্যাত ডাকাত গডফাদার লিটন গ্রুপের সদস্য বলে স্বীকার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) ভোররাতে সাংগু নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ লিটন (৩৮), মোঃ হাসেম (৪৫), মোঃ মিন্টু (৩৮) এবং মোঃ কায়সার (৩৮)।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা শাকিব মেহবুব জানিয়েছেন, সাগরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে সাংগু নদীর মোহনায় একটি সন্দেহজনক বোটকে ধাওয়া করে আটক করা হয়। বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি দেশীয় অস্ত্র এবং ৪০০ পিস ইয়াবাসহ চারজন ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের জব্দকৃত আলামতসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনোয়ারা থানাধীন ছিবাতলী ঘাট থেকে বোটযোগে ডাকাতির উদ্দেশ্যে সাগরে যাওয়া চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ