নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অটোটেম্পু থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।
আটককৃতরা হলেন- মো. সোলায়মান (৪০), আবদুল্লাহ (৪০), কালু (৪৫), মামুন (৩৫) এবং রুবেল (৪০)।
মো. শরীফ-উল-আলম জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।’