মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের ইন্তেকাল, বিএনপিতে শোকের ছায়া

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এক শোক বার্তায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, “বীর চট্টলার কৃতি সন্তান আবদুল্লাহ আল নোমান বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের সকল আন্দোলনে তিনি আপোসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ, জাতি ও বিএনপি এক ত্যাগী, সাহসী, সংগ্রামী রাজনীতিবিদকে হারালো।”

শোক বার্তায় আরও বলা হয়, “তিনি ছিলেন একাধারে প্রজ্ঞাবান ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ। সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবে সর্বমহলে তার ছিল অকৃত্রিম গ্রহণযোগ্যতা। বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তার লড়াই ছিল অবিস্মরণীয়। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান জাতি ও দল আজীবন মনে রাখবে। তার কর্মের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা স্বাক্ষরিত এক শোক বার্তায় বিএনপি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ