বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
spot_img
শিরোনাম

বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের ইংরেজি প্রভাষক ও চন্দনাইশ উপজেলার চরবরমার কৃতি সন্তান মোহাম্মদ রবিউল হোসাইন। অভিভাবক সদস্য পদে দায়িত্ব পেয়েছেন বরমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামাল উদ্দিন।

১২ মে ২০২৫, সোমবার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, কমিটি অনুমোদন ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য বলবৎ থাকবে। এর মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

এডহক কমিটির সদস্যরা হলেন: সভাপতি: মোহাম্মদ রবিউল হোসাইন, শিক্ষক সদস্য: গোপাল বিশ্বাস, অভিভাবক সদস্য: মোহাম্মদ কামাল উদ্দিন, সদস্য সচিব: অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম সৈয়দ হোসেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রবিউল হোসাইন বলেন, “আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক মণ্ডলীসহ স্থানীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

মোহাম্মদ রবিউল হোসাইন বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ায় স্থানীয় লোকজনসহ উপজেলার বরমা-বরকল এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ