বাংলা নববর্ষ ১৪৩২ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে উপজেলার বরমায় ‘এসো গান শিখি সংগীত বিদ্যাপীঠ’। গত ১৫ এপ্রিল দিনব্যাপী আয়োজনের মধ্যে সকালে অনুষ্ঠিত হয় র্যালি ও পান্তাভাত উৎসব, বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা এবং পুরস্কার বিতরণ।
র্যালির নেতৃত্ব দেন ‘এসো গান শিখি সংগীত বিদ্যাপীঠ’-এর সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক। এ সময় রঙিন পোশাকে সজ্জিত সংগঠনের শিক্ষার্থীরা, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্য ও নারী-পুরুষ ‘এসো হে বৈশাখ’ গানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। ঢাক-ঢোলের বাদ্যে জমে উঠে বৈশাখী পরিবেশ।
র্যালিটি মাইগাতা দক্ষিণা কালি মন্দির মাঠ থেকে শুরু হয়ে বরমার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ‘এসো গান শিখি সংগীত বিদ্যাপীঠ’-এর সাধারণ সম্পাদক আশিস দেবের সভাপতিত্বে এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক নিশু দাসের সঞ্চালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ মেটারনিটি শিশু জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রনি বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ ওমর ফারুক। এতে আরও উপস্থিত ছিলেন মাইগাতা দক্ষিণা কালি মন্দির কমিটির নেতৃবৃন্দ—মধুসূদন দে, উত্তম দে, শংকর দে, রূপন দে, আরোতোষ দে, দীপ্তি দাশ, উর্মি দে প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মাইগাতা দক্ষিণা কালি মন্দির কমিটি ও এলাকাবাসী।