শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বয়স বেশি হওয়ায় ডলফিনটি মারা যেতে পারে বিশেষজ্ঞদের ধারনা

অনলাইন ডেস্ক

দেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অতি বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিন (শুশুক) মারা গেছে। ডলফিনটি ৭ ফুট লম্বা।
ওজন প্রায় ৮৯ কেজি। বয়স বেশি হওয়ায় ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

মঙ্গলবার (২৫ জুন) হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরীয়া বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল মৃত ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে বলা যায়, এটির শরীরে আঘাতের চিহ্ন নেই। দৈর্ঘ্য আর ওজনে এটি আমার চেয়েও বড়। গত দেড় বছর হালদার কোনো ডলফিন মারা যাওয়ার ঘটনা আমাদের নজরে আসেনি।

তিনি বলেন, রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পাশাপাশি ডলফিনসহ হালদার জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ