বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বন্যাদুর্গত এলাকায় চট্টগ্রাম মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের উপহার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

গত ৩১ আগষ্ট ২৪ খ্রিঃ শনিবার সকালে দেশের ভয়াবহ বন্যায় দলমত নির্বিষে সকলকে বন্যার্তদের পাশে এসে সহায়তায় এগিয়ে আসার আহবান জানান মাদারবাড়ি শোভানীয়া ক্লাবের নেতৃবৃন্দরা

ভারত থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাড়ি-ঘর ও বসতভিটা ভেসে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। এ অবস্থায় দুর্বিষহ হয়ে উঠেছে বন্যার্তদের জীবনযাপন। এরইমধ্যে বন্যার কবলে ৫৪ জনের মৃত্যুও হয়েছে। সবমিলে বন্যার্তদের জীবন পরিচালনা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে।

তারা বলেন সবাইকে অনুরোধ করবো আমরা বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।এসময় উপস্থিত ছিলেন ক্লাবের  কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন লিটনের নেতৃত্বে দুজন ডাক্তার সহ  আহসান উল্লাহ, মোঃ নকিব হজুর,রাহাত টিটু,সোহেল খান,মোঃ কামাল,রাসেল রাজু,আলোউদ্দীন, রাশেদ,কামরুল,সাইফুর রহমান রানা,আবদুল হামিদ জনি,সাইমন আহমেদ সাহেদ, তৌহিদুল ইসলাম তপু, আরিফুল ইসলাম মারুফ, মোঃ অনিক ( বড়),রন্জয় দাশ,শহিদুল ইসলাম শহিদ, ওয়াহিদ, মান্না, অনিক, আরাফাত।

মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাক্তার আহসান উল্লাহ, মোঃ নকিব ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ