বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বইমেলায় নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যাগ ও বোতল

অনলাইন ডেস্ক

অমর একুশে বইমেলা ২০২৫-এ পরিবেশের ক্ষতি করে এমন কোনো পলিথিন বা প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করা যাবে না। মেলা প্রাঙ্গণে একবার ব্যবহারযোগ্য বোতলজাত পণ্যও নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা এবং বাংলা একাডেমি।

ভাষার মাস ফেব্রুয়ারিজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলবে এই মেলা। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরেশোরে। প্রতি বছর মেলায় প্রায় হাজারেরও বেশি স্টলে লক্ষাধিক বই বিক্রি হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশ-ক্ষতিকর পলিথিন ব্যাগে দেওয়া হয়। তবে এবার তা পুরোপুরি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বইমেলার পরিবেশ নষ্ট হয়, এমন ব্যাগের বিকল্প হিসেবে কাগজ ও কাপড়ের ব্যাগ সরবরাহের প্রস্তুতি রয়েছে। এছাড়া পলিথিন বা প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে। এটি জিরো ওয়েস্ট উদ্যোগের অংশ।”

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “মেলার নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নে বাংলা একাডেমি সক্রিয় থাকবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের মধ্যে প্লাস্টিক দূষণ বন্ধে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশও চুক্তি করেছিল। তবে সময়সীমা অতিক্রান্ত হলেও তেমন অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ