বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে সরকার কাজ করছে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার কারণে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি আজ মঙ্গলবার দিনাজপুরের কাহারোল উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন সংস্কার কার্যক্রমে মতামত দিয়ে সরকারের সহযোগিতা করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, “আমাদের আন্দোলনের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সংস্কার প্রয়োজন, এবং সেই এজেন্ডা নিয়ে সরকার কাজ করছে।”

তিনি আরও বলেন, “যত তাড়াতাড়ি সংস্কার কমিশনগুলো রিপোর্ট জমা দিবে, তত দ্রুত তার বাস্তবায়ন শুরু হবে। তবে রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অধৈর্য হওয়া সরকারের সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।”

এর আগে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় তিনি রংপুর বিভাগের উন্নয়নে বিগত সরকারের অনীহাকে দায়ী করেন এবং বিশেষ বিশেষ এলাকায় উন্নয়ন কার্যক্রম চালানো হয়েছে বলে অভিযোগ করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ