শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী জণগণের প্রতি সংহতি জানিয়ে তুরষ্কে সুফিদের আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি সংহতি জানিয়ে সুফিদের একটি আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক সরকারের সহযোগিতায় যুক্তরাজ্যভিত্তিক ‘ইন্টারন্যাশনাল একাডেমি অব মডারেশন স্কলার্স’-এর আয়োজনে বিভিন্ন দেশের প্রায় শতাধিক সুফি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সোমবার (১৪ এপ্রিল) থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সুফি সম্মেলন বুধবার (১৬ এপ্রিল) সম্পন্ন হয়।

এতে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান পীর, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ-এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-র চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

সম্মেলনের সমাপনী দিবসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্যাতিত মুসলিম উম্মাহ ও বিশ্বের নিপীড়িত মানবতার অধিকার আদায়ে সুফিদেরকে খানকাহ থেকে বেরিয়ে ময়দানে নেমে আসতে হবে। তিনি বলেন, সুফিদের আধ্যাত্মবাদের যেমন সোনালী ইতিহাস আছে, তেমনি দ্বীন, মানবতা ও স্বদেশ রক্ষায় তাঁদের লড়াই সংগ্রামের দৃষ্টান্তও রয়েছে। সত্যিকারের জিহাদ তখনই সম্ভব, যখন সেই জিহাদে নেতৃত্ব দেবেন আধ্যাত্মিকতার আলোতে উদ্ভাসিত, ঈমানি চেতনাধারী মুমিন সুফি সাধকগণ। অন্যথায় তা ফিতনা ও জঙ্গিবাদে পরিণত হয়ে অকল্যাণই ডেকে আনবে।

তিনি উদাহরণ টেনে বলেন, খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর আধ্যাত্মিক ছোঁয়ায় মুহাম্মদ ঘুরী ভারত বিজয় করেন। হযরত শাহজালাল (রহ.)-এর অনুপ্রেরণায় হযরত সায়্যিদ নাসিরুদ্দিন সিপাহসালার (রহ.) সিলেট বিজয় করেন। সুফি শায়খ সায়্যিদ আমির আব্দুল কাদির আল জাজায়েরি (রহ.) আলজেরিয়ায় ফ্রান্সের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। মরুভূমির সিংহ ওমর মুখতার সুনুসিয়া তরিকার মুরিদ হয়ে লিবিয়ায় ইটালির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

তিনি বলেন, গাজার ওপর বোমা হামলা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি আন্তর্জাতিক আইন ও মানবতার প্রতি চরম অবজ্ঞা। যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল নির্মম বর্বরতা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ ও আমেরিকা শুধু মানবতার বুলি আওড়ালেও কার্যত এই সহিংসতার মদদদাতা। নিরীহ শিশুদের ওপর এই নৃশংসতা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি আরও বলেন, বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিন রক্ষায় গঠিত ওআইসি আজ নিস্পৃহ। সুফি নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আর বসে থাকার সময় নেই। মুসলিম বিশ্বের উচিত ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করা।

‘ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলার্স’-এর সাধারণ সম্পাদক মুফতি ড. শেখ আজজান আল হাদিদ আল হোসাইনীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রখ্যাত সুফি নেতারা, যেমন: ইস্তানবুলের মুফতি ড. মোহাম্মদ আহমদ আলী ওগুলু, সৌদি আরবের মদিনার শেখ ড. মোহাম্মদ আহমাদ আল আরাফাজ, মরক্কোর শেখ আলী বিন ইদ্রিসে, ইউক্রেনের মুফতি ড. শেখ আহমেদ তামিম, আমেরিকার ক্যালিফোর্নিয়ার মুফতি ড. শেখ বিল্লাল, জার্মানির ড. আব্দুল্লাহ মোহাম্মদ, এবং আরও অনেকে।

উল্লেখ্য, বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ তুরস্ক সরকারের আমন্ত্রণে ১৩ এপ্রিল রাতে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কে রওনা দেন। তিনি সেখানে ১০ দিন অবস্থান শেষে ২১ এপ্রিল চার দিনের সফরে সৌদি আরবে যাবেন। তুরস্ক ও সৌদিতে দুই সপ্তাহের এই সফরে তিনি বিভিন্ন সুফি সাধকদের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি আগামী ২৬ এপ্রিল দেশে ফিরে আসবেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ